চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

কর্ণফুলীতে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর : ৩০ লাখ টাকা জরিমানা

প্রকাশ: ২০২০-০১-২৭ ১৮:১৭:৪০ || আপডেট: ২০২০-০১-২৭ ১৮:১৭:৪৭


আনোয়ারা প্রতিনিধি :
কর্ণফুলীতে ইআরবি ও টিএমবি নামের দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় পিবিএম ও এইচপিএম নামের দুই ইটভাটায় পরিবেশ ছাড়পত্র না থাকায় ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে উপজেলার জুলধা ইউনিয়নের এসব ইটভাটায় অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন।


চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন,জনবসতি এলাকায় ইটভাটা স্থাপন নিষিদ্ধ। উক্ত এলাকায় স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এতে লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া জরিমানাকৃত ইটভাটা দুটির পরিবেশ ছাড়পত্র নেই। অবৈধভাবে ইটভাটাগুলো চলছিল।


তিনি আরো জানান,অবৈধ দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া পিবিএম ভাটাকে ২০ লাখ ও এইচপিএম ভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই উপজেলায় আরো অনেক ইটভাটা কোনো ধরনের নিয়ম-নীতি না মেনেই চলছে বলে অভিযোগ রয়েছে। সেসব ইটভাটায় পর্যায়ক্রমে অভিযান চালানো হবে।


অভিযানকালে কর্ণফুলীর ইউএও সৈয়দ সামশুল তাবরীজ,র‌্যাব ও পুলিশের সদস্যরাসহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *