চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি তাফহীমূল কোরআন মাদ্রাসায় দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

প্রকাশ: ২০২০-০১-২৯ ১০:২৬:২১ || আপডেট: ২০২০-০১-২৯ ১০:২৬:৩০

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী তাফহীমূল কোরঅান দাখিল মাদ্রাসা’র ২০২০ সনের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) মাদ্রাসার সুপার মৌলানা নুর মোহামদ এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক ছৈয়দ কাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যানেওয়ান চাক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দেশ।এ জন্য বান্দরবান তথা নাইক্ষ্যংছড়ির উন্নয়ন অব্যাহত রাখতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উসৈশিং এমপির হাতকে আরো শক্তিশালী করতে হবে।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,আওয়ামীলীগ শিক্ষাবান্ধব সরকার তাই বলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। আপনারা আগামী প্রজন্মকে প্রকৃত শিক্ষার মাধ্যমে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। এ জন্য অভিভাবক, শিক্ষক,কমিটির সম্মিলিত প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা প্রদান নিশ্চিত করতে সকলের প্রতি অনুরোধ জানান।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশারতলী ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী হোসেন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ছাবের আহমদ, পরিচালনা কমিটির সাবেক সভাপতি রফিকুল আলম টুক্কু, কমিটির সদস্য আব্দুল গফুর, মোহাম্মদ হাসান,সাইফুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা,অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ শেষে তাদের জন্য দোয়া চেয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *