চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে মহিলাসহ আটক ১৪

প্রকাশ: ২০২০-০১-৩০ ০০:০৯:৫৭ || আপডেট: ২০২০-০১-৩০ ০০:১০:০৫

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলা বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত আসামীসহ ১৪জন কে গ্রেফতার করেছে।


থানা সূত্রে জানা যায়, চন্দনাইশ থানা অফিসার ইনচাজ কেশব চক্রবর্ত্তীর সার্বিক দিক-নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ মোজাম্মেল হোসেন, এসআই(নিঃ)/মোঃ আতিক উল্যাহ, এসআই(নিঃ)/মোঃ বাবুল মিয়া, এএসআই/মোঃ নজরুল ইসলাম, এএসআই(নিঃ)/মোঃ আতিকুর রহমান, এএসআই(নিঃ)/কামরুল হাসান ও সঙ্গীয় ফোর্সের নিয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৮টা থেকে বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ আসামীগুলোকে গ্রেফতার করেছে।


থানা পুলিশ জানায়, আটককৃতরা হলো জিআর সাজা পরোয়ানাভূক্ত আসামী মোঃ রফিকুল ইসলাম মিন্টু(৪৫), পিতা-হাজী সিরাজুল ইসলাম, সাং-পূর্ব জোয়ারা, জিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী সিহাব উদ্দিন(৪৯), পিতা-মৃত আব্দুল মাবুদ, সাং-দক্ষিণ কাঞ্চননগর, রুপুনী আক্তার(৪৫), স্বামী-আব্দুল রশিদ, সাং-পূর্ব ধোপাছড়ি, মোঃ আবু তৈয়ব প্রঃ বাচা (৪৭), পিতা-মৃত আসহাব উদ্দিন, সাং-পূর্ব ধোপাছড়ি,মোঃ সাইফুল ইসলাম (২০), পিতা-মঞ্জুর আলম, সাং-পূর্ব ধোপাছড়ি, নুর নাহার(৪৭),স্বামী-জুনু ফকির, জুনু ফকির(৫৬), পিতা-গুনু মিয়া, সাং-উত্তম হাশিমপুর, মনোয়ারা বেগম(৩৩), পিতা-জুনু ফকির, মঞ্জুর আলম(২৮), পিতা-জুনু ফকির, সর্বসাং-উত্তর হাশিমপুর, সৈয়দাবাদ।

এছাড়া অন্যদিকে জুয়া খেলার অপরাধে মোঃ আবছার(২৮), পিতা-বজল আহম্মদ, মোঃ আব্বাছ(৩২), পিতা-মৃত মনির আহম্মদ, উভয়সাং-পশ্চিম বৈলতলী, মোঃ রুবেল(২৬), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-বরমা, রাজিব দাশ(৩২), পিতা-মৃত দীলিপ দাশ, অভি দে(২৩), পিতা-মৃদুল দে, উভয়সাং-বাতাজুরীকে গ্রেফতার করা হয়।


১৪জন আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবতী সুপ্রভাত বাংলাদেশকে বলেন, আটক আসামীদের বুধবার দুপুরে পুলিশ আদালতে সোর্পদ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *