চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

কাইছার হামিদ

অবশেষে ঢাকায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের ডাক

প্রকাশ: ২০২০-০২-০১ ২১:৩০:৪০ || আপডেট: ২০২০-০২-০১ ২১:৩০:৪৭

কাইছার হামিদ: ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। অবশেষে ঢাকায় রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কারচুপি ও ব্যাপক অনিয়মের প্রতিবাদে রবিবার সারাদিন ঢাকায় হরতাল কর্মসূচি পালন করা হবে। আমরা এই নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’

জনগণের প্রতি হরতাল পালনের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা আশা করবো, ঢাকাবাসী তাদের অধিকার রক্ষার করার জন্য শান্তিপূর্ণভাবে এই হরতাল পালন করবেন। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য সহযোগিতা করবেন। আমাদের এই হরতালের আওতায় অ্যাম্বুলেন্স, ওষুধ ও খাবারের দোকান থাকবে না।’

সিটি নির্বাচনের ফল প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা প্রায় যে আশঙ্কা করেছিলাম সেটাই প্রমাণিত হয়েছে। এই নির্বাচনও সরকার পূর্বের নির্বাচনের মতো রাষ্ট্রযন্ত্র ও নির্বাচন কমিশনকে ব্যবহার করে নিজেদের দখলে নিয়েছে।’

নির্বাচন প্রক্রিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হচ্ছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনকে তারা ক্রীড়নক হিসেবে ব্যবহার করছে। তাই আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। বর্তমান নির্বাচন কমিশনও একেবারে অসঙ্গত কাজ করছে। তারা অযোগ্য একটি প্রতিষ্ঠান, যাদের পক্ষে একটা অবস্থান নিয়ে সুষ্ঠু নির্বাচন করার কোনো লক্ষণ দেখতে পারছি না।’

হরতালের বিষয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, ১৩ ডিসেম্বর ২০১৭ সালে দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে সর্বশেষ হরতাল দিয়েছিল বিএনপি। তিন বছর ১০ মাস ১১ দিন পর আবার বিএনপি হরতাল পালনের আহ্বান জানালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *