চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin

কবি মোহাম্মদ জোবায়ের’র একটি কবিতা

প্রকাশ: ২০২০-০২-০২ ১৫:২২:৫৮ || আপডেট: ২০২০-০২-০২ ১৫:২৩:০৫


পরম্পরা

দ্বৈত জীবনে লেগে থাকে তোলপাড়
চপলতা থামানো যায় না সোনাক্ষীর চোখে চোখ রেখে।
আগুনে শুয়ে পুষ্পের হাসি হাসা যায় না।
গোপন দহন লেহন করে স্বস্তির পদ্মদল,
বদখত হয়ে ওঠে মৌষলকাল।

বছরের দীর্ঘতম রজনীটিতে প্রেয়সী বলেছিলো সাজবে
সে লাবণ্যমাখা সলাজ মুখ আর দেখা হলো না,
স্বপ্নদেখার লোভে ঘুমুতে ছেয়েছি
দুঃস্বপ্নের প্রতাপে কেঁপেছে আটপৌরে রাত
অবাধ্য সময়কে পোষ মানানো গেলো না।

সুপর্ণা নারী আমার, পেন্ডুরার বাক্সে বন্দী-
ভুল উদ্বৃতিতে জপতে থাকি মন্ত্র
নিরুপায় চিৎকার ছাড়া এ কিছু নয়
প্যান্ডোরার বক্সতো খোলে না।
চোখ থেকে মুছে সবুজ আশা, মনেলোক প্লাবিত হয় লোল লাভায়
চেতনানাশক স্নায়ু গড়ে দেয় বোধহীন অকাট্য দেয়াল।

কবি- মেয়র, সাতকানিয়া পৌরসভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *