চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশে ৪০ হাজার কার্টন কোরবানির মাংস পাঠাচ্ছে সৌদি আরব

প্রকাশ: ২০২০-০২-০৫ ২১:২৪:০৮ || আপডেট: ২০২০-০২-০৫ ২১:২৪:১৬

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

বাংলাদেশে অবস্থানরত শরর্ণাথী রোহিঙ্গাদের জন্য ৪০ হাজার কার্টন কোরবানির মাংস পাঠাচ্ছে সৌদি আরব

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য সোদি আরব থেকে ৪০ হাজার কার্টন কোরবানি পশুর মাংস যাচ্ছে । ত্রাণ সামগ্রী হিসেবে এসব মাংস আমদানি করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তাই মাংসগুলোতে যাতে কোনো ধরনের শুল্ক আরোপ করা না হয়, সে জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে বলে জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের বিণামূল্যে বিতরণের জন্য সৌদি আবর থেকে ৪০ হাজার কার্টন কোরবানির মাংস আমদানি করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এসব মাংস (ত্রাণ সামগ্রী) বিণামূল্যে বিতরণের জন্য সৌদি আরবের সংস্থা গ্লোবাল কনটেইনার্স শিপিং কোম্পানি এসব মাংস পাঠাচ্ছে। এগুলো কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিণামূল্যে বিতরণ ছাড়া বিক্রয় বা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হবে না।

চিঠিতে আরও বলা হয়, এসব দ্রব্যাদি চট্টগ্রাম জেলা প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধির উপস্থিতিতে সরাসরি চট্টগ্রাম বন্দর হতে গৃহীত হবে। এ ত্রাণ সামগ্রী রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিতরণ করা হবে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক ব্যয় নির্বাহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *