চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin

করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সর্তক থাকতে হবে : ইউএনও মো. মাসুদুর রহমান

প্রকাশ: ২০২০-০২-১০ ২০:০৫:৫৪ || আপডেট: ২০২০-০২-১০ ২০:১২:০৫


আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া প্রতিনিধি :
“করোনা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী উৎকণ্ঠায় আছে লোকজন। চীন থেকে ফেরত আসা লোকজনের মাধ্যমে যাতে ভাইরাসটি ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। সবাইকে সতর্ক থেকে ভাইরাসকে মোকাবেলা করতে হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙ্গুনিয়া উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মো. মাসুদুর রহমান একথা বলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম বলেন, “করোনা ভাইরাসের কারনে বাজার দরে যাতে প্রভাব না পড়ে সেজন্য সবাইকে সর্তক থাকতে হবে। ”

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা বেগম তাঁর বক্তব্যে নতুন দায়িত্ব পাওয়ার পর কৃতজ্ঞতা জানিয়ে সকলের সহযোগিতা চান।


রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার চুরির ঘটনার উদ্বেগ প্রকাশ করে বলেন, “ চুরি ঠেকাতে আইন শৃঙ্খলার লোকজনকে আরো উদ্যোগী হতে হবে।
রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব মিল্কি বলেন, চুরি ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ কাজ করছে।

মাদক প্রতিরোধ ও মাদক কারবারি ধরতে পুলিশের নিয়মিত অভিযান চলছে।


নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু ও মো. নুরুল্লাহ তাঁদের বক্তব্যে সবার সহযোগিতা চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *