চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশে ২৩ দিন পর ঐশি উদ্ধার

প্রকাশ: ২০২০-০২-১৩ ১৯:০৯:২৮ || আপডেট: ২০২০-০২-১৩ ১৯:০৯:৩৬

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ (চট্টগ্রাম) :
চট্টগ্রামে চন্দনাইশ দোহাজারী থেকে গত ২০ জানুয়ারী নিঁেখাজ হয়ে অবশেষে গতকাল ১২ ফেব্রুয়ারী আদালত এলাকা থেকে পুলিশ উদ্ধার করেছে ঐশিকে।

জানা যায়, দোহাজারী হাজারী পুকুরপাড় এলাকায় রূপন চৌধুরীর ১৬ বছরের কন্যা ঐশি চৌধুরী গত ২০ জানুয়ারী প্রেমঘটিত কারণে পদুয়া এলাকার নাছির উদ্দিনের ছেলে ইরফানুল হক রিমন (৩০) সাথে পালিয়ে যায়। এব্যাপে ঐশির মা সীমা চৌধুরী বাদী হয়ে গত ২২ জানুয়ারী চন্দনাইশ থানা একটি নিখোঁজ ডায়েরী দায়ের করেন।

অবশেষে চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ কেশব চক্রতবর্তী নেতৃত্বে গতকাল ১২ ফেব্রুয়ারী চট্টগ্রাম আদালত এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে ঐশি আদালতে ২২ ধারা জবানবন্দি দেয় বলে তিনি জানান। ঐশিকে তার পরিবারের পক্ষ থেকে জিম্মার আবেদন জানাইলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে শুনানীর শেষে ঐশিকে জিম্মা না দিয়ে সেইফ কাস্টুডিওতে পাঠিয়ে দেয়। অবশেষে দীর্ঘ ২৩ দিন পর ঐশিকে উদ্ধার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *