চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

admin

চন্দনাইশে আলো জাগরণ ক্লাবের উদ্যোগে হযরত সরবল কাজী (রা.) স্মৃতি বৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশ: ২০২০-০২-১৪ ২১:৩৪:৩৫ || আপডেট: ২০২০-০২-১৪ ২১:৩৪:৩৫

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার পৌরসভাস্থ দক্ষিণ গাছবাড়িয়া ০৮ নং ওয়ার্ডে অবস্থিত আলো জাগরণ ক্লাব পরিচালিত ১ম বারের মত হযরত সরবল কাজী (রা.) স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২০খ্রি. শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে ৪টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় , চতুর্থ ও ৫ম শ্রেণির ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষার সময় কেন্দ্র পরিদর্শন করেন চন্দনাইশ পৌরসভার প্যানেল মেয়র ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাছনারা বেগম, প্রবাসী মোহাম্মদ সোহেল, প্রবাসী মোহাম্মদ তছলিম।

আলো জাগরণ ক্লাবের উপদেষ্টা সমাজসেবক মোরশেদ আলম, রবিউল ইসলাম রোকন, মোস্তাফিজুর রহমান ফখরু, লিটন পারভেজ, নুর উদ্দিন, সাদ্দাম, জয়নাল আবেদিন, তারেক হোসাইন, ইয়াছিন আরাফাত রুবেল, মোসলেম উদ্দিন, কাজী আলমগীর।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলো জাগরণ ক্লাবের আহবায়ক নয়ন উদ্দিন, যুগ্ম আহবায়ক ওয়াহিদ, সদস্য যথাক্রমে মিশু, নজরুল সিদ্দিকী, মিজান, রুমি, তানিম, মারুফ, আলভী, ইমন, গফুর, সালা উদ্দিন, তাহসিন, সাদ্দাম, আরমান, ইলিয়াস, মামুন, হেলাল, মেহেদি প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২১ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তিপ্রাপ্তসহ অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *