চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

আব্দুল্লাহ মনির, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে যাত্রীবাহী বাস থেকে মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ: ২০২০-০২-১৪ ২৩:৩২:২৬ || আপডেট: ২০২০-০২-১৪ ২৩:৩২:৩৩


আব্দুল্লাহ মনির, টেকনাফ :
টেকনাফে র‍্যাব সদস্যরা একটি যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ জালাল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

জানাযায়,বৃহস্পতিবার রাতে র‍্যাব ১৫ (সিপিসি-১) টেকনাফে দায়িত্বরত সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে টেকনাফ সদর ইউনিয়ন বরইতলী র‍্যাব-ক্যাম্প সংলগ্ন প্রধান সড়কে টেকনাফ থেকে আসা কক্সবাজাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ৫ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে।

ধৃত যুবক হচ্ছে, হ্নীলা ইউনিয়ন লেচুয়াপ্রাং এলাকার আবুল হোসেনের পুত্র মাদক ব্যবসায়ী জালাল উদ্দিন(২৩)।


মাদক বিরোধী অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ (সিপিসি-১)এর কর্মরত ইনচার্জ লে.মির্জা শাহেদ মাহতাব জানান,গোপন সংবাদের তথ্য অনুযায়ী র‍্যাব সদস্যরা ৫ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী জালালকে আটক করা হয়।

তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ীরা তাদের অপকর্ম অব্যাহত রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। তবে আমাদের র‍্যাব সদস্যরা তাদের সেই অপচেষ্টা প্রতিরোধ এবং অপরাধীদের নির্মুল করার জন্য সদা প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *