চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

মক্কায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতকানিয়ার সেলিমের মৃত্যু

প্রকাশ: ২০২০-০২-১৬ ২০:৫৯:৩০ || আপডেট: ২০২০-০২-১৬ ২০:৫৯:৩৭

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

সৌদি আরবের পবিত্র মক্কায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি রেমিটেন্স যুদ্ধার মর্মান্তিক মৃত্যু।

জানাযায়, কয়েকদিন ধরে দেশের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এ সময় হঠা ২৮-জানুৃয়ারী অসুস্থ হয়ে পড়েন।
প্রথামিক ভাবে সামন্য ওষুধ খেয়ে একটু ভাল লাগলেও ৩০-জানুৃয়ারী সৌদি আরবের পবিত্র নগরী মক্কা থেকে বাংলাদেশের নিজ বাড়ী চট্টগ্রামের সাতকানিয়ার উদ্দ্যোশ্যে রওনা দেন জেদ্দা বিমানবন্দরে সেখানে গিয়ে আবারো অসুস্থ হয়ে পড়ে সোজা হয়ে দাঁড়াতে না পারায় বিমান কর্তৃপক্ষ তাকে প্লাইট না দেন।তখন ইচ্ছা থাকলেও এ প্রবাসী রেমিটেন্স যুদ্ধা সেলিমের আর বাড়ীতে যাওয়া হলনা।

তাকে জেদ্দা থেকে সরাসরি মক্কা নগরীর আল হেরা হাসপাতালে ভর্তি করান প্রবাসী সেলিমের স্বজনরা।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ প্রবাসী মুহাম্মদ সেলিম চিকিৎসাধীন অবস্থায় অবনতি হলে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ আইসিউতে রাখেন।
প্রায় দু’সপ্তাহ ধরে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল এ রেমিটেন্স যুদ্ধর মৃত্যু হয়।

মক্কা প্রবাসী মুহাম্মদ সেলিম উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন ছদাহা ইউনিয়নের উত্তর ছদাহা দ্দডিহাট এলাকার মরহম ইউচুফের পুত্র ও স্থানীয় ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার মুহাম্মদ লোকমানের ছোট ভাই।

প্রবাসী সেলিম উদ্দিনের লাশ বর্তমানে সৌদির একটি সরকারি হাসপাতালের মর্গে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *