চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে মৎস্য চাষীদের মধ্যে এনএটিপি প্রকল্পের জাল বিতরণ

প্রকাশ: ২০২০-০২-১৭ ২০:৪১:১৬ || আপডেট: ২০২০-০২-১৭ ২০:৪১:২৫



মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে মৎস্য চাষীদের সংগঠন সিআইজি সমবায় সমিতি লিমিটেডের মাঝে জাল ও রশি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা অডিটরিয়ামে এনএটিপি-২ প্রকল্পের উদ্যোগে (ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট) এর মৎস্য অধিদপ্তরের আওতায় ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এসব মৎস্য সামগ্রী বিতরণ করা হয়।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা দীপক দাস।

উল্লেখ্য, উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় অবস্থিত মৎস্য চাষী সমিতি সমূহের মাঝে এক সেট করে, জাল ও এক সেট করে রশি বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *