চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

মিলাদ মাহফিলের নামে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দেয়া যাবে না – নজিবুল বশর এম পি

প্রকাশ: ২০২০-০২-১৮ ১৫:২৮:১৮ || আপডেট: ২০২০-০২-১৮ ১৫:২৮:২৭

রফিকুল আলম :

জাতীয় সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, মিলাদ মাহফিলের নামে কারো বিরুদ্ধে কোন বক্তব্য দেয়া যাবে না।

মানুষ মাহফিলে আসে কিছু শেখার জন্য। কিন্তু বর্তমানে মাহফিলের শুরুতে কিছু ভাল কথা বলার পর সুর হয়ে যায়, উদ্দেশ্য প্রনোদিত ; তা মেনে নয়া যায় না। একটি মহল মিলাদ বা ওয়াজ মাহফিলেক কাজে লাগিয়ে নিজেদের উদ্দেশ্য আাদায়ে নেমেছে।

তিনি আরো বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোন কথা বললে ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে মামলা করা হবে। মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংঙ্গীত পরিবেশন করতে হবে। তিনি উপজেলা পরিষদের আইন-শৃংখলা কমিটির সভায় এসব কথা বলেন।


মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা শহীদ জহরুল হক হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃংখলা কমিটি সভায়
আরো বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান
হোসাইন মোঃ আবু তৈয়ব।

সভায় উপজেলা মহিলা-ভাইস-চেয়ারম্যান,জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন,নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ দ্দৌলা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এছাড়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল হোসেন, ডিজিএম মোঃ আবুল কালাম সহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *