চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রকাশ: ২০২০-০২-২১ ১৮:৪৯:০৪ || আপডেট: ২০২০-০২-২১ ১৮:৪৯:১৩

রফিকুল আলম :

“শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ ” উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক দল,শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন নানা কর্মসূচীর মাধ্যমে পালন করেছে।


কর্মসূচীর শুরুতে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,ফটিকছড়ি থানা,আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন,ফটিকছড়ি পৌরসভা, ফটিকছড়ি প্রেসক্লাব ও ফটিকছড়ি বার এসোসিয়েশন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান,সামাজিক সংগঠন শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন।

সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরি র‍্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‍্যালীতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।

র‍্যালী শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা মুক্তিযোদ্ধা জহরুল হক হলে অনুষ্ঠিত হয়। আলোচনা পূর্ববর্তী ০১ মিনিট নিরবতা পালন করেভাষা শহিদের প্রতি সন্মান জানানো হয়।

সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দ, স্কুল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। সভায় আরো বক্তব্য রাখেন,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যা খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মো: আবু তৈয়ব।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা।

পৌরসভার পুষ্পস্তবক অর্পণ :

উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসন,ফটিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও কাউন্সিলর রফিকুল আলম,কাউন্সিলর হেলাল উদ্দিন,কাউন্সিলর আলা উদ্দিন রাকিব,কাউন্সিলর ফিরোজা বেগম,কাউন্সিলর রোকেয়া বেগম,কাউন্সিলর সেলিনা আকতার, হিসাব রক্ষক আব্দুস ছাত্তার, সোলায়মান ও মোঃ হাকিম।

প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ :

উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন,ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহদুল্লাহ কুরাইশী,সাধারন সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর মুহাম্মদ রফিকুল আলম,আবু এখলাছ ঝিনুক,নাছির উদ্দিন,এম. জুনায়েদ,আনোয়ার হোসেন ফরিদ ও মোঃ ফয়সাল।

বার এসোসিয়েশনের পুষ্পস্তবক অর্পণ :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন,ফটিকছড়ি বার এসোসিয়েশনের সহ-সভাপতি এড. আজিজুল হক,সাধারন সম্পাদক এড. খায়রুল হক,সহ- সাধারন সম্পাদক এড. জহুরুল ইসলাম,এড. এস এইচ আওরঙ্গাজেব চৌধুরী,এড. আবু হামিদ জিয়াদ,এড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী ও মোছরার দলোয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *