চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে একুশে বই মেলার ষ্টল পরিদর্শনে প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ

প্রকাশ: ২০২০-০২-২২ ২০:০০:৪০ || আপডেট: ২০২০-০২-২২ ২০:০১:১০

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজানে দুইদিন ব্যাপী একুশে বই মেলার ষ্টল পরিদর্শন করেছেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।

২২ ফেব্রুয়ারী সন্ধ্যায় স্বাধীনতা স্তম্ভ চত্তরে বই মেলা পরিদর্শন করে মেলা পরিষদের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যও রাখেন তিনি। মেলা মঞ্চে দ্বিতীয় দিনের আয়োজনে ছিল কবিতা আবৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রা অংকন প্রতিযোগিতা, পুরুস্কার বিতরণ।

রাউজানের বিভিন্ন স্কুলের অংশ গ্রহনে আয়োজিত শতাধিক ছাত্রছাত্রীকে পুরুস্কার দেয়া হয়। বই মেলা পরিষদের প্রধান সম্বনয়ক দিপলু দে দিপুর সভাপতিত্বে ও আবৃতিকার সাজু পালিতের পরিচালনায় মেলা মঞ্চে প্রধান অতিথি জমির উদ্দিন পারভেজ বলেন, একুশের চেতনায় আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে।

রাউজানের অনেক সূর্য সন্তান ভাষা আন্দোলনের জন্য অনেক ত্যাগ করেছেন। স্বাধীনতার চেতনায় বাংলা ভাষা এখন আন্তর্জাতিক ভাষায় স্বীকৃতি অর্জন করেছে। রাউজানের সাংসদ ও ফরাজ করিম চৌধুরীর নেতৃত্বে রাউজান আজ শান্তিরর জনপদ।

তিনি রাউজানের ঐতিহ্য, সাংস্কৃতিক কর্মকান্ড রক্ষায় সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক প্রদীপ শীল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, সেন্টাল ববয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিনসহ আরো অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *