চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

জেদ্দায় একমাসেরও বেশি সময় ধরে নিখোঁজ এক বাংলাদেশি

প্রকাশ: ২০২০-০২-২৪ ১২:২৮:৫২ || আপডেট: ২০২০-০২-২৪ ১২:২৯:০০

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দায় একমাসেরও বেশি সময় ধরে মোহাম্মদ ইমরান নামের এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন।
এ নিখোঁজ প্রবাসী রেমিটেন্স যুদ্ধার সন্ধান চেয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

নিখোঁজ হওয়া প্রবাসী মুহাম্মদ ইমরান হোসেনের পরিবারের দাবি পরিপ্রেক্ষিতে দেওয়া এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের জেদ্দায় মোহাম্মদ ইমরান নামের এক বাংলাদেশি কর্মী নিখোঁজ হয়েছেন । তাকে পাওয়া যায়নি মর্মে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে লিখিত আবেদন করেছেন নিখোঁজ প্রবাসী ভাই মোহাম্মদ আলমগীর।

জানাযায়, গত ২০ জানুয়ারি বিকেল ৫টার দিকে নিখোঁজ হন মুহাম্মদ ইমরান হোসেন। জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে তার পাসপোর্ট কপি সংগ্রহ করে।

সংগৃহীত পাসপোর্টের কপি অনুসারে তার পাসপোর্ট নম্বর- বিজে ০৫৪১৭৩৩। তার বাবার নাম মোহাম্মদ ইব্রাহিম, মায়ের নাম করিমন বেগম। তার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার দরিরচরের কুরালিয়া কান্দি এলাকায়।

সহৃদয়বান কোনো ব্যক্তি মোহাম্মদ ইমরানের সন্ধান পেয়ে থাকেন, তাহলে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের অনুবাদক কাম আইন সহকারী মুহসিনের সঙ্গে এ মুঠোফোন ০৫৫৭৪৯৭৮৬২ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *