চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশে শ্রী শ্রী লোকনাথ ধামের বাৎসরিক মহামিলন মেলা ও ৩দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান

প্রকাশ: ২০২০-০২-২৫ ২০:৪১:৪৭ || আপডেট: ২০২০-০২-২৫ ২০:৪১:৫৬

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার পৌরসভাস্থ ৮নং ওয়ার্ড গাছবাড়ীয়া শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আগামী ২৭ ফেব্রুয়ারি শুরু হবে।

এ উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে-ধর্মীয় সঙ্গীতাঞ্জলি, প্রদীপ প্রজ্বলন, কৃষ্ণ ও গৌরলীলা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহা-নামযজ্ঞ।

শ্রীনাম পরিবেশন করবেন: মোহনলাল সম্প্রদায়-কুমিল্লা, জয় বিনোদিনী সম্প্রদায়-বাগেরহাট, সমাধি সম্প্রদায়-নোয়াখালী ও আদিনারায়ণ সম্প্রদায়- চট্টগ্রাম।

২৯ ফেব্রুয়ারি ঊষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতি, সমবেত প্রার্থনা ও নগর কীর্তন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার পদাবলী কীর্তন পরিবেশন করবেন অনন্যা দত্ত ও তার দল।

শ্রী শ্রী লোকনাথ ধামের বাৎসরিক এই মহামিলন মেলা ও ধর্মীয় তিনদিন ব্যাপী সব অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরের নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *