চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশে নবাগত ইউ.এন.ও সকাশে শুদ্ধ বানান চর্চা ও সাহিত্যিক আহমদ ছফা পরিষদ নেতৃবৃন্দ

প্রকাশ: ২০২০-০২-২৫ ১২:০৭:৩৮ || আপডেট: ২০২০-০২-২৫ ১২:০৭:৪৬

মো. নুরুল আলম, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমতিয়াজ হোসেনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন শুদ্ধ বানান চর্চা (শুবাচ) চন্দনাইশ উপজেলা শাখা ও সাহিত্যিক আহমদ ছফা পরিষদ নেতৃবৃন্দ।

গত ২৪ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি লেখক গবেষক শাহজাহান আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা ও প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসান আল মামুন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মনির উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন শুবাচ চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-সভাপতি গাজী মোহাম্মদ বোরহান উদ্দীন, উপজেলা শাখার সহ-সভাপতি বৃন্দ যথাক্রমে জোয়ারা বি.সি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোদ রঞ্জন বড়ুয়া, দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্ত্তী, ফাতেমা জিন্নাহ বালিকা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান আলী, সুচিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকলু দাশ, খাঁনদীঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশ, সহকারি প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, উপজেলা স্কাউটস সম্পাদক মো. আবুল বশর, কোষাধ্যক্ষ মো. নাজিম উদ্দীন, কাব-লিডার রুপক কান্তি ঘোষ, শিক্ষক কামরুল হাসান চৌধুরী, শিক্ষক রুপন কান্তি নাথ, শিক্ষক বিকাশ চন্দ্র দে, ‘শিখর’ সংগঠনের চীফ কো-অর্ডিনেটর মো. রাজিব রিফাত, সদস্য তৌহিদ, নয়ন, তুষার, সাজ্জাদ, ডিএসডি সংগঠনের সভাপতি তৌফিক আলম চৌধুরী, স্বপ্ন বিলাস বিদ্যানিকেতনের সদস্য খোরশেদ, মিনহাজ, হেসামুল আলম প্রমুখ।

সংবর্ধনার জবাবে উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন ধন্যবাদ জানিয়ে চন্দনাইশ উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ডে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন শিক্ষা সংস্কৃতির বিকাশে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে এবং যে কোনো সমস্যা সমাধানে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

এ সময় শুবাচ নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে সাহিত্যিক আহমদ ছফা ও ড. মোহাম্মদ আমীন রচিত গ্রন্থ উপহার দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *