চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

আব্দুল্লাহ মনির, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি

মালয়েশিয়াগামী ২ দালালসহ ২৩ রোহিঙ্গা আটক

প্রকাশ: ২০২০-০২-২৬ ১৩:২৬:৫৩ || আপডেট: ২০২০-০২-২৬ ১৩:২৭:০০

আব্দুল্লাহ মনির, টেকনাফ :
কক্সবাজারের উখিয়ায় ২ দালালসহ মালয়েশিয়াগামী ২৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উখিয়র ইনানী উপকূল ও কুতুপালং চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার মর্জি এসব তথ্য নিশ্চিত করে জানান, দালালদের খপ্পরে পরে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে উখিয়ার ইনানী উপকূলীয় এলাকার বড়খাল নামক স্থান থেকে ১৭ জন ও কুতুপালংয়ে সড়কের চেকপোস্ট থেকে আরো ৬ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ১৬ জন নারী ও ৭ জন পুরুষ।

এসময় পাচারে জড়িত থাকায় দুই জনকে আটক করা হয়েছে। আটক ২ দালাল হলো,  ইনানী এলাকার মো. শোয়াইব ও দক্ষিণ নিদানিয়া এলাকার নুরুল আমিন।

তিনি আরও বলেন, আটক রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ২ দালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *