চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রকাশ: ২০২০-০৩-০২ ২৩:৩৭:০৩ || আপডেট: ২০২০-০৩-০২ ২৩:৩৭:১৪

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।

কর্মসূচিতে শোভাযাত্রা, ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, কেক কাটা, খতমে কোরআন, মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

১৭ মার্চ শিক্ষার্থীদের অংশ গ্রহনে হাজারো কণ্ঠে পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহন করে প্রস্তুতি সভা সোমবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান আইনজীবি আয়শা আকতার, সহকারি কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর, রাঙ্গুনিয়া ইউ সি সি এ লিমিটেডের সাবেক চেয়ারম্যান সাদেকুন নুর সিকদার, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *