চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

যোগাযোগ, স্বাস্থ্যসেবার উন্নয়নসহ উন্নয়নে এগিয়ে যাচ্ছে পার্বত্য অঞ্চল: বীর বাহাদুর

প্রকাশ: ২০২০-০৩-০৮ ২১:২১:৩২ || আপডেট: ২০২০-০৩-০৮ ২১:২১:৫৭

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ


পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কোটি টাকা ব্যয়ে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, যোগাযোগ,স্বাস্থ্যসেবার মান উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নে এগিয়ে যাচ্ছে নাইক্ষ্যংছড়ি উপজেলাসহ পার্বত্য অঞ্চল।

আগামীতে গ্রাম পর্যায়ে বিদ্যুৎসহ সব দাবী পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, পাহাড়ী-বাঙ্গালী মিলেমিশে কাজ করলে পাহাড়ে আরো শান্তি বিরাজ করবে এগিয়ে যাবে আরো উন্নয়ন। পার্বত্য এলাকার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-নজর রয়েছে। এ কারণে পাহাড়ে উন্নয়নের ধারাহাহিকতা অব্যাহত রয়েছে।

রবিবার (৮মার্চ ) বেলা ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের ধুংরী হেডম্যান পাড়ায় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের ৪৫ লক্ষ টাকা ব্যয়ে কেন্দ্রীয় বৌদ্ধ বিহার,৩০ লক্ষ টাকা ব্যয়ে বিহারের চেরাংঘর ও ৪০ লক্ষ টাকা ব্যয়ে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহাম্মদ সসরকারী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের গ্যালারি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলে

বৌদ্ধ বিহার কমিটির আয়োজনে অধ্যক্ষ আসাফা মাহাতেরের সভাপতিত্বে নবনির্মিত কেন্দ্রীয় বৌদ্ধ বিহার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আসাদুজ্জামান খান।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল অালী হোসেন,পার্বত্য উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, জেলাপরিষদ সদস্য ক্যানেওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়ে মার্মা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার ঘুন্নু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের কোম্পানী, সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ইমরান মেম্বার, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যনিং মারমা, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ প্রমূখ।

এ অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, যোগাযোগ,স্বাস্থ্যসেবার মানসহ বিভিন্ন উন্নয়নে এগিয়ে যাচ্ছে নাইক্ষ্যংছড়ি উপজেলা। আগামীতে গ্রাম পর্যায়ে বিদ্যুৎসহ সব দাবী পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, পার্বত্য এলাকার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-নজর রয়েছে।

এ কারণে পাহাড়ে উন্নয়নের ধারাহাহিকতা অব্যাহত রয়েছে। এছাড়াও উদ্ধোধনী অনুষ্টানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *