চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

admin

প্রকাশ: ২০২০-০৩-১০ ১৯:৪৮:৫৭ || আপডেট: ২০২০-০৩-১০ ১৯:৪৯:০৪

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়ায় নিম্ন মানের খাবার তৈরি ও বিক্রির অপরাধে দুই হোটেলকে ১৫ হাজার টাকা এবং সড়ক দখল করে মালামাল রেখে বিক্রির দায়ে তিনজনকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নোয়াগাঁও, রোয়াজারহাট, মরিয়মনগর চৌমুহনী, চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় পৃথক এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান এই অভিযান চালান। অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ।


উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সূত্র জানায় , চন্দ্রঘোনা লিচুবাগানে খাবার হোটেলে নি¤œমানের খাবার বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে মফিজুল ইসলামকে ১০ হাজার টাকা ও মরিয়মনগর চৌমুহনী এলাকায় গোলামুর রহমানকে ৫ হাজার জরিমানা করা হয়।

এছাড়া সড়ক দখল করে মালামাল রেখে বিক্রির দায়ে হাইওয়ে আইনে রোয়াজারহাট বাজারের মো. নোমানকে ২ হাজার টাকা, আবদুর রহমানকে ১০ হাজার টাকা ও পৌরসভার নোয়াগাঁও এলাকা মো. নাছেরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *