চট্টগ্রাম, , সোমবার, ২৫ মার্চ ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশ: ২০২০-০৩-১১ ২০:৫৮:০৪ || আপডেট: ২০২০-০৩-১১ ২১:৩৩:১৫

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ বুধবার (১১ মার্চ) বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীতি কমিশনের আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে।

“ দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য ” বিষয়ে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয় দল। প্রতিপক্ষ দল ছিল পশ্চিম শিলক বেদৌরা আলম উচ্চ বিদ্যালয় দল। সেরা বক্তা নির্বাচিত হয় তুলি দাশ গুপ্তা ।

প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। প্রতিযোগিতার বিচারক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মুস্তফা কামাল, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, হাসিনা-জামাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ পারমিতা বড়–য়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *