চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে নকল সামগ্রী কারখানার আবিস্কার : বিপুল পরিমান পন্য জব্দ

প্রকাশ: ২০২০-০৩-১১ ১৯:৩৩:২৭ || আপডেট: ২০২০-০৩-১১ ১৯:৩৩:৩৬

রফিকুল আলম :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিন রাঙ্গামাটিয়া এলাকার নজির আহমদ সারাং বাড়ীর একটি আবাসিক কোয়াটারে বুধবার (১১ মার্চ) সকালে ভ্রাম্যমান আাদালত অভিযান চালিয়ে নকল ও ভেজাল পণ্যের কারখানা আবিস্কার করেছে।

পুলিশ কারখানার মালিক ছালেহ উদ্দিনকে (৩৫) প্রথমে আটক এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন।

কারাদন্ড প্রাপ্ত ছালেহ উদ্দীন নোয়াখালী জেলার হাতিয়া থানার আপাছিয়া বাজার এলাকার নলছিরা ফরাজী গ্রামের মোঃ জসিম উদ্দিনের পুত্র।

কারখানার মালিক ছালেহ উদ্দিন প্রশাসনকে জানায়,সে গেল দুই বছর যাবৎ কুমিল্লার বিসিক এলাকা থেকে বিভিন্ন পন্য এনে আকর্ষনীয় মোড়কে পুরিয়ে বাজারজাত করে আসছে।

উদ্দারকৃত এসব ভেজাল ও নকল পণ্যের মধ্যে রয়েছে-সরিষার তেল, সয়াবিন তেল, ময়দা, আটা, সুজি, জুস ইত্যাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *