চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে গণমাধ্যম ও বিশ্বায়ন শীর্ষক আলোচনা সভা

প্রকাশ: ২০২০-০৩-১২ ০৯:২৬:৩৮ || আপডেট: ২০২০-০৩-১২ ০৯:২৬:৪৭



নিজস্ব প্রতিবেদক :
আঞ্চলিক প্রকাশনা চলমান মিরসরাইয়ের উদ্যোগে গণমাধ্যম ও বিশ্বায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মিরসরাই প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও চলমান মিরসরাই’র নির্বাহী সম্পাদক এম মাঈন উদ্দিনের উপস্থাপনায় মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রথম আলো উত্তর আমেরিকার চীফ রিপোর্টার ও চলমান মিরসরাই’র প্রধান সম্পাদক মোহাম্মদ মনজুরুল হক।


প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মনজুরুল হক বলেন, ‘বর্তমান বিশ্বে সাংবাদিকতা একটি কঠিন সময় অতিক্রম করছে। সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা বিশ্বব্যাপী নিরাপত্তাহিনতায় ভোগেন এটা সবার জানা। তবুও পেশাগত কমিটমেন্টের জায়গায় গণমাধ্যমের ভূমিকা বেশ জোরালো।

বিশ্বায়নের যুগে সাংবাদিকতার ধরণ অনেকটা পাল্টেছে। এখন কোন কিছু লুকানোর থাকেনা। বিশ্বের যে কোন প্রান্তের সংবাদ মুহুর্তেই ছড়িয়ে পড়ছে বিশ্বময়। আমরাও এর বাইরে নেই।’


তিনি আরো বলেন, ‘মফস্বলের সাংবাদিকরা সব সময় প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হয়। তবে অতীতের তুলনায় এখন প্রযুক্তির কল্যাণে সাংবাদিকরা সুবিধা পেয়ে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সুফল ভোগ করতে গিয়ে আমাদের সব সময় মনে রাখতে হবে সংবাদ প্রচার বা প্রকাশ করতে কখনোই যেন তথ্য বিভ্রাট বা তথ্যগত ভুল না থাকে।

ভাষাগত পার্থক্য পাঠক মূল্যায়ন করলেও তথ্যগত ভুল গণমাধ্যমকে কাঠগড়ায় দাঁড় করাবে। তাই নিউজ করার সময় শতভাগ সত্য তথ্য তুলে ধরতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য নিলেও তা প্রকাশ করার আগে অবশ্যই যাচাই বাছাই করতে হবে।’


এসময় বক্তব্য রাখেন মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আবছার, নাট্যকার ও কলামিষ্ট মাঈন উদ্দিন চৌধুরী সেলিম, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরী, ইংরেজী শিক্ষক রেজাউল করিম, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হোসাইন সবুজ, মিরসরাই প্রেস ক্লাবের সহ সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি বিপুল দাশ, ইসলামি ব্যাংক জোরারগঞ্জ আউটলেট শাখার ব্যবস্থাপক সানা উল্লাহ নিজামী, লেখক ও কলামিষ্ট গাজী এসএম নুরুল আহাদ, মাসিক সংযোগ পত্রিকার সম্পাদক জিয়া উদ্দিন, কবি ও সংগঠক সাইফুদ্দিন মাসুক, রবি করিম, মিরসরাই প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক, বণিক বার্তা প্রতিনিধি ও চলমান মিরসরাই’র বার্তা সম্পাদক রাজু কুমার দে, খাগড়াছড়ি ব্যুরো প্রধান রতন বৈষ্ণব ত্রিপুরা, মিরসরাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া, সবুজের মেলা সম্পাদক ও চলমান মিরসরাই’র সহকারি সম্পাদক এম সাব উদ্দিন রাশেদ, সাহিত্য ম্যাগাজিন বাবুই সম্পাদক ও চলমান মিরসরাই’র চট্টগ্রাম ব্যুরো প্রধান মুহাম্মদ নাজমুল হাসান, মিরসরাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ও চলমান মিরসরাই’র সহযোগী সম্পাদক মোহাম্মদ ইউসুফ।


মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার বলেন, ‘বিশ্বায়নের যুগে যেভাবে অপপ্রচার হচ্ছে তা থেকে জাতিকে সঠিক গন্তব্য দেখাতে পারে সাংবাদিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেতিবাচক খবর আসে কিন্তু সাংবাদিকরা চাইলে পত্রিকা ও অনলাইনে ইতিবাচক, বস্তুনিষ্ঠ সংবাদগুলো তুলে ধরতে পারে। প্রযুক্তিকে সাথে নিয়ে সাংবাদিকদের কাজ করতে হবে।’


মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দিন কাশ্মীর বলেন, ‘বিশ্বায়নের ফলে আমাদের সাংস্কৃতিক, সাহিত্য, গণমাধ্যম সব জায়গায় একটি পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। বাঙ্গালি জাতিসত্তার মৌলিক চেতনা বিশ্বের বুকে তুলে ধরতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে বস্তুনিষ্ঠ সংবাদকে পাঠকের কাছে তুলে ধরতে হবে সাংবাদিকদের।’


নাট্যকার মাঈন উদ্দিন চৌধুরী সেলিম বলেন, ‘গণমাধ্যমে শুধু সংবাদ নয় সমাজের নানান সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রবন্ধ রাখা জরুরী। সমাজের বিভিন্ন বিষয় নিয়ে লেখদের লেখার মাধ্যমে গণমাধ্যম পাঠক হৃদয়ে জায়গা করে নিতে পারে।’


মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরী বলেন, ‘গণমাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গুরুত্ব দিতে হবে। ধানের দাম কম হওয়াতে অনেক কৃষক ধান চাষে আগ্রহ হারাচ্ছেন।

পানি না পাওয়ার কারণে বোরো আবাদ কমে যাচ্ছে। সাংবাদিককের কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে লেখার জন্য তিনি আহবান জানান।’
এসময় উপস্থিত ছিলেন অপকার শাখা ব্যবস্থাপক সঞ্চয় কুমার নাথ, ছাত্রনেতা সোহরায়ার্দী নিজামী নওফেল, স্বেচ্ছাসেবী রাসেল খান বাবু, দৈনিক চট্টগ্রাম প্রতিদিন মিরসরাই প্রতিনিধি আজিজ আজহার, চলমান মিরসরাই’র সাহিত্য সম্পাদক ও দৈনিক চট্টগ্রাম প্রতিনিধি সৈয়দ আজমল হোসেন, অনলাইন সম্পাদক ও আমাদের নতুন সময় প্রতিনিধি ফিরোজ মাহমুদ, বিভাগীয় সম্পাদক ও দৈনিক চট্টগ্রাম প্রতিদিন জোরারগঞ্জ প্রতিনিধি শাহ আবদুল্লাহ আল রাহাত, নিজস্ব প্রতিবেদক শিহাব উদ্দিন শিবলু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *