চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

চবি’র সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন রাঙ্গুনিয়ার নুরুল আজিম সিকদার

প্রকাশ: ২০২০-০৩-১২ ২১:০৬:০১ || আপডেট: ২০২০-০৩-১২ ২১:০৬:১১

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইন্সস্টিটিউট অব্ মেরিন সায়েন্সস এ সহকারি অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন রাঙ্গুনিয়ার মোহাম্মদ নুরুল আজিম সিকদার।

মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫২৩ তম সিন্ডিকেট সভায় তাঁর পদোন্নতি অনুমোদন হয়। বর্তমানে তিনি সামুদ্রিক দূষন বিষয়ে চীনের ওশান ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন। আন্তর্জাতিক জার্নালে তাঁর ৩১ টি নিবন্ধ প্রকাশিত হয়।

তিনি ১৭ টি আন্তর্জাতিক সেমিনারে যোগ দেন। রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দবাড়ি গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ নুরুল আজিম সিকদার ১৯৯২ সালে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৪ সালে রাঙ্গুনিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে বিএসসি (অনার্স), ২০০০ সালে এমএস, ২০১৫ সালে এমফিল শেষ করেন। তিনি ২০১১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সস্টিটিউট অব্ মেরিন সায়েন্সস এ লেকচারার হিসেবে যোগদান করেছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *