চট্টগ্রাম, , শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশে জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশ: ২০২০-০৩-১৪ ১৫:০৭:২৪ || আপডেট: ২০২০-০৩-১৪ ১৫:০৮:২২


নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশঃ
চন্দনাইশে মানবতার সংগঠন জিনিয়াস ফোরাম ফর হিউম্যানিটির উদ্যোগে জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী সভা পৌরসভাস্থ দক্ষিণ গাছবাড়িয়ার জি এইচ গ্রামার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। গতকাল ১৩ মার্চ বিকেলে সংগঠনের সভাপতি মোহাম্মদ মারুফ চৌধুরীর সভাপতিত্বে জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষার আহবায়ক মোহাম্মদ রিফাতের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জি এইচ গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন আলহাজ্ব রফিকুল ইসলাম।

উদ্বোধক ছিলেন বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শাহেদ, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান চৌধুরী, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, চন্দনাইশ মহিলা কলেজের সহযোগি অধ্যাপক কামরুন্নেছা খানম, পিপিএস এর নির্বাহী পরিচালক মো. নুরুল হক চৌধুরী, চন্দনাইশ পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম, গাছবাড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মইনউদ্দিন বাপ্পি, চন্দনাইশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. কমরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম, বরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছৈয়দ, গাছবাড়িয়া মমতাজ বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, যুবদল নেতা সিরাজুল ইসলাম, জি এইচ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক গৌবিন্দ আচার্য্য।

আলোচনায় অংশ নেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জয়নাল আবেদিন আলমাস, সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদ আলম, মহিলা সম্পাদক ইমু চৌধুরী, অর্থ সম্পাদক মো. রবিউল আলম, দপ্তর সম্পাদক আমিনুল্লাহ টিপু,রেজাউল করিম প্রমুখ।

এসময় বিভিন্ন শ্রেণীর শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও স্থানীয় ১০টি সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। (ছবি আছে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *