চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

মক্কায় করোনা ভাইরাস আক্রান্ত প্রথম বাংলাদেশি ব্যক্তি শনাক্ত

প্রকাশ: ২০২০-০৩-১৪ ১৪:৫৯:৩২ || আপডেট: ২০২০-০৩-১৪ ১৪:৫৯:৩৯

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

সৌদি আরবের পবিত্র নগরীর মক্কায় প্রথম এক বাংলাদেশিকে করোনা ভাইরাসের আক্রান্তের খবর পাওয়া গেছে। খবর টি নিশ্চিত করেছেন রিয়াদ দূতাবাস।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আজ নতুন করে আরো ২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের প্রথম জন সৌদি যিনি ফ্রান্স হতে ফেরত এসেছিলেন। ২ য় জনও সৌদি নাগরিক যিনি ইটালি হতে এসেছিলেন। আরো সাত জন সৌদি নাগরিক যারা পূর্বাঞ্চলে প্রথম দিকে আক্রান্তদের সাথে মিশেছিলেন ।

অপর দিকে চৌদ্দজন মিশরীয় এবং সর্বশেষ জন হলেন প্রবাসী বাংলাদেশী । তাদের সকলেই মক্কায় হাসাপাতালে আইসোলেটেড আছেন। এনিয়ে সৌদিতে আক্রান্তের সংখ্যা ৮৬ তে দাড়ালো।

আক্রান্ত ৮৬জনের মধ্যে ৩৮ জন পুরুষ ৪৮ জন নারী। দুই জন শিশু ছাড়া এদের প্রত্যেকেই প্রাপ্ত বয়স্ক এবং গড় বয়স ৪৯।

আক্রান্ত ৮৬ জনের ৩৩ জন সৌদি এবং বাকী ৫৩ জন নন সৌদি ( মিশরি ৪৮, বাহরাইনী ২, আমেরিকান ১, লেবানিজ ১, বাংলাদেশী ১)।

আক্রান্তদের একজন ইতোমধ্যে মুক্ত হয়ে ঘড়ে ফিরে গিয়েছেন। বাকীরা হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন, তবে একজনের অবস্থা ঘোরতর বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *