চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশ দোহাজারীতে প্রীতি ক্রিকেট ম্যাচে দোহাজারী ব্লুজ চ্যাম্পিয়ন

প্রকাশ: ২০২০-০৩-১৪ ১৫:১০:৪৪ || আপডেট: ২০২০-০৩-১৪ ১৫:১০:৫১

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ :

চন্দনাইশ উপজেলার দোহাজারীতে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দোহাজারীর সাবেক ক্রিকেট খেলোয়াড়দের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ দোহাজারী বালিকা বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

গত ১৩ মার্চ বিকেলে পৌরসভার সহায়ক সদস্য শাহ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিইও আলী আকবর।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ব্যবসায়ী নেতা লোকমান হাকিম, সহায়ক সদস্য জামাল উদ্দীন, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্ত্তী, ফয়েজ আহমদ টিপু, ওসমান আলী ভুট্টো।

অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন হেলাল মাহামুদ, কামরুল ইসলাম মিন্টু, কামরুল ইসলাম মোস্তফা, মো. মাসুম, মো. হৃদয়, মো. মামুন, মো. বাপন, রাফসান রকি, সজল দাশ, আবদুল মালেক রানা, মো. শামসু প্রমুখ।

খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে দোহাজারী ব্লুজ নির্দিষ্ট ১৬ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১১৫ রান সংগ্রহ করে। ১১৬ রান টার্গেট নিয়ে মাঠে নেমে দোহাজারী লায়ন্স সব’কটি উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে। ফলে দোহাজারী ব্লুজ ১৮ রানে জয়লাভ করে।

খেলায় বিজয়ী দলের জাহাঙ্গীর ম্যান অব দ্যা ম্যাচ, মো. সাইফুল সেরা ব্যাটসম্যান, জাবেদ সেরা বোলার, তৌহিদ সেরা কিপার, সাইফুল সেরা ফিল্ডার নির্বাচিত হন। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *