চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে উদয়ন মেধা বৃত্তির পুরস্কার বিতরণ

প্রকাশ: ২০২০-০৩-১৫ ২১:৪৪:১০ || আপডেট: ২০২০-০৩-১৫ ২১:৪৪:১৮



মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ের ঐহিত্যবাহী সামাজিক সংগঠন উদয়ন ক্লাব আয়োজিত ৩২তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান, সনদ বিতরণ ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। রবিবার (১৫ মার্চ) করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক অনুদান প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

ক্লাবের সভাপতি সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলম শাহীন, সাবেক কার্যকরী সদস্য সোলেমান উদ্দিন বাদশার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শহীদ উল্লাহ’র সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, উপজেলা আওয়ামীলীগের সদস্য নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাইনুর ইসলাম রানা, সমাজকর্মী ও ব্যবসায়ী কামরুল হাসান মুরাদ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জানে আলম, সহ-সভাপতি দিলীপ কুমার বণিক, মোঃ আমিনুল হক আমিন, বর্তমান সহ-সভাপতি এ কে এম নাসিম উদ্দিন রুবেল, কেফায়েত হোসেন রাজু, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন কিরণ, সহ-সাধারণ সম্পাদক জহিরুল আলম, সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম, অর্থ সম্পাদক গোলাম মুর্তজা, ক্রীড়া সম্পাদক জাহেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন রাজু, সাহিত্য সম্পাদক রিপন কুমার দাশ, সামাজিক সম্পাদক মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক সরোয়ার উদ্দিন, অফিস সম্পাদক মঞ্জুরুল আলম মিরাজ, কার্যকরী সদস্য লুৎফুর রহমান সোহাগ আলা উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন ও মোঃ মাঈন উদ্দিন।

উল্লেখ্য, ১৯৮১ সালে প্রতিষ্ঠার পর থেকে করেরহাট উদয়ন ক্লাব শিক্ষা ও সমাজসেবায় অবদান রেখে চলেছে। প্রাথমিক বৃত্তি, বয়স্ক শিক্ষা কার্যক্রম, মাদকবিরোধী অভিযান, বৃরোপণ, বেওয়ারিশ লাশ দাফন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে সহায়তা প্রদান, গরিব মেয়েদের বিয়েতে সহযোগিতাসহ নানা জনকল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *