চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

শাহ্ সুফি সৈয়দ মাওলানা গফুর আলী বোস্তামী (রহঃ) ‘র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

প্রকাশ: ২০২০-০৩-১৫ ২১:৪৭:২৫ || আপডেট: ২০২০-০৩-১৫ ২১:৪৭:৩৩

প্রদীপ শীল, রাউজানঃ

নানা কর্মসূচীর মধ্যদিয়ে হযরত শাহ্ সুফি সৈয়দ মাওলানা গফুর আলী বোস্তামী (রহঃ) “র বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন হয়েছে। রাউজান পৌরসভার ৯নাম্বার ওয়ার্ডস্থ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ওরশ শরীফে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের আগম ঘটে।

ওরশ উপলক্ষে ১৫ মার্চ রোববার ফকির তকিয়া মসজিদস্থলে খতমে কোরআন, খতমে বোখারী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ফকির তকিয়া দরগাহ পরিচালনা কমিটির সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস শেরে মিল্লাত শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী।

মাহফিলে তকরির করেন মুফতি কাজী আবদুল ওয়াজিদ, মাওলানা এম এম মান্নান,আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব আল্লমা রফিক আহম্মদ ওসমানী, গহিরা এফ, কে জামেউল উলুম কামিল মাদ্রসানা অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা ইব্রহিম নঈমী, কদলপুর হামিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আল্লামা আবু জাফর সিদ্দিকি, রাউজান মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবদুল মান্নান চৌধুরী, আল্লামা ফজল কাদের, আল্লামা ইসমাইল হোসেন সিদ্দিকি, আল্লামা আবু মুছা সিদ্দিকী, মাওলানা সিরাজুল ইসলাম আল্ কাদেরী, মাওলানা হাফেজ বোরহান উদ্দিন।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ,উপজেলা আওয়ামী লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী শাহ্জাহান,সমাজ সেবক আলহাজ্ব সেকান্দর হোসেন চৌধুরী, এ কে এম জামাল হোসেন,চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানী, আওয়ামী লীগ নেতা আজিজুল হক কোম্পানী, সৈয়দ হোসেন, ব্যবসায়ী ইব্রাহিম, আওয়ামী লীগ নেতা এনামুল হক বাচাঁ, যুবলীগ নেতা জিয়াউল হক রোকন, সাবের উদ্দিন, মুন্সি মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা আসিফ,নাসির উদ্দিন, তানভীর চৌধুরী প্রমুখ।

মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন শায়খুল হাদিস শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী । ওরশ শরীফে আগত ভক্ত ও আশেকানদের মধ্যে তবরুক বিতরণ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *