চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin

সড়ক সংষ্কারে বাধা, রাঙ্গুনিয়ায় ইউপি চেয়ারম্যানের ছেলেসহ ৪ জনকে মারধর

প্রকাশ: ২০২০-০৩-১৫ ০০:৫৬:৪৬ || আপডেট: ২০২০-০৩-১৫ ০০:৫৬:৫৪

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়ায় সড়ক সংষ্কারের বাধা ও ইউপি চেয়ারম্যানের দুই ছেলেসহ ৪ জনকে মারধরের অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যান।

শনিবার (১৪ মার্চ) সকালে বেতাগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হাজী নুর আহাম্মদ সড়ক এলাকায় এই ঘটনা ঘটে। মারধরে আহত ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ও একজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বেতাগী ইউপি চেয়ারম্যান নুর কুতুবুল আলম বাদী হয়ে মামলা করবেন ।


বেতাগী ইউপি চেয়ারম্যান নুর কুতুবুল আলম বলেন, বেতাগী নুর আহম্মদ সড়কের সংষ্কার কাজ করার সময় শ্রমিকদের কাজে বাধা দেয় রাজীব আবদুল্লাহ স্থানীয় ৮ যুবক। এই সময় উপস্থিত তাঁর পুত্র জাহেদুল আলম মুরাদ (১৯) প্রতিবাদ করলে তাঁকে ও শ্রমিক মোহরম মিয়া (৫০) কে মারধর করতে থাকে তাঁরা।

খবর পেয়ে ইউপি চেয়ারম্যানের বড় ছেলে নওশাদুল আলম মুন্না (২৬) ও প্রতিবেশী মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক (৭০) ঘটনাস্থলে গেলে তাঁদেরও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


রাঙ্গুনিয়া থানার এসআই মো. ইসমাঈল হোসেন বলেন, “ মারধরের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ঘটনার তদন্ত চলছে। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *