চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ির সংবাদিক বশরের মায়ের জানাযা সম্পন্নঃ বিভিন্ন মহলের শোক

প্রকাশ: ২০২০-০৩-১৯ ১৪:০২:৪৬ || আপডেট: ২০২০-০৩-১৯ ১৪:০২:৫৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক দৈনিক সাঙ্গু, হিমছড়ি পত্রিকার বান্দরবান প্রতিনিধি সাংবাদিক মোঃ আবুল বশর নয়নের আম্মা আলকুম বাহার মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।

বুধবার (১৮ মার্চ) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহার স্বামী এজেহার মিয়া বিগত ১৭ বছর আগেই মারা গেছেন। বর্তমানে মরহুমার তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০ টায় স্থানীয় তুলাতলী জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

জানাযর নামাজে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, দৈনিক দিনকাল পত্রিকার কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালি, প্রেসক্লাবের প্রধান উপদেষ্ঠা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, দৈনিক হিমছড়ি পত্রিকার বার্তা সম্পাদক ছৈয়দ আলম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সহ-সভাপতি আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক আব্দুর রশিদ, সহ-ক্রীড়া ও পাঠাগার সম্পাদক মোঃ শাহীন, কার্যকরী সদস্য মুফিজুর রহমান, সদস্য মোঃ ইউনুছ, মাহমুদুল হক বাহাদুর, মোঃ তৈয়ব উল্লাহ,এম আবু শাহমা,বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এদিকে সাংবাদিক আবুল বশর নয়নের মাতার মৃত্যুতে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও সমাজিক যোগাযোগ মাধ্যমে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *