চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin

টেকনাফে প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশ: ২০২০-০৩-২০ ০০:৫৫:৩০ || আপডেট: ২০২০-০৩-২০ ০০:৫৫:৩৭


আব্দুল্লাহ মনির, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে হোম কোয়ারান্টাইন না মানায় এক সৌদি প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করা হয়েছে।

১৯ মার্চ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাজা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল, উপস্থিত ছিলেন।

পরে হোম কোয়ারান্টাইন না মানা এক সৌদি প্রবাসী বাহারছড়া ইউনিয়নের মারিশবনীয়ার মৃত মোঃ শফির পুত্র সালামত উল্লাহকে ২০০০ টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে স্থানীয় লোকজন কে লিপলেড দিয়ে সচেতন করা হয় বলে জানা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল বলেন, করোনা সম্পর্কে সচেতন থাকার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে আমরা নিয়মিত লোকজনদেরকে সচেতন করে যাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হোম কোয়ারান্টাইন না মানলে কাউকে ছাড় দেওয়ার হবে না এবং পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *