চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

হে-আল্লাহ আপনার ঘর থেকে আমাদের বিচ্ছিন্ন করবে না: কা’বা ও মসজিদ নববীর প্রধান ইমামের আবেগঘন টুইট

প্রকাশ: ২০২০-০৩-২০ ১০:২৭:০৪ || আপডেট: ২০২০-০৩-২০ ১০:২৭:১১

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য সতর্কতা হিসেবে বন্ধ করে দেওয়া হচ্ছে মসজিদগুলো। এতে আগেবপ্রবণ হয়ে পড়েন মসজিদে হারাম ও মসজিদে নববির প্রধান ইমাম শায়খ ড. আব্দুর রহমান সুদাইসি।

কেননা করোনার জন্য দিন দিন কাবা শরীফ ও মসজিদে নববিও মুসল্লিহীন হয়ে যাওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার আবেগমাখা প্রার্থনা সবার হৃদয়কে নাড়া দিয়েছে। সামাজিক যোগাযোগ টুইটারে তিনি উল্লেখ করেন :

হে আল্লাহ-আপনার ঘর থেকে আমাদের বিচ্ছিন্ন করবেন না।


হে আল্লাহ-আমাদের পাপের কারণে পবিত্র মসজিদের নামাজের জামাআত থেকে বঞ্চিত করবেন না।
হে আল্লাহ-আপনার কাছে আমাদের আবার ফিরিয়ে নিন।


হে আল্লাহ-আমাদের তাওবা কবুল করুন।
হে আল্লাহ-আমাদের এবং মুসলিম উম্মাহকে সব ধরনের মহামারি ও দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করুন।

আল্লাহর কাছে তিনি আরও আহ্বান করে বলেন, হে আল্লাহ! মুসিবত দিন দিন কঠিন থেকে কঠিন হচ্ছে। চারদিক অন্ধকার হয়ে আসছে।

তুমি ছাড়া আমাদের ফরিয়াদ শোনার আর কেউ নেই, হে আল্লাহ! তুমি ছাড়া আর কে আছে? হে আল্লাহ! যার কাছে আমরা সাহায্য চাইব। হে আল্লাহ! আমাদের এ অবস্থার ওপর দয়া করুন। আমাদের অক্ষমতাগুলো দূর করে আমাদের ক্ষমা করুন। হে আল্লাহ! তুমিই আমাদের অভিভাবক।

শায়খ সুদাইসি আবেগঘন সেরা যে আবেদনে মুসলিম হৃদয়ে তোলপাড় শুরু হয়েছে তাহলো, হে আল্লাহ! এ বিপদ মহামারির কারণে তোমার ঘরে যেতে না পারার ব্যথা আর সইতে পারছি না। হে মহান শক্তিমান, দয়া করে এই মহামারি দূর করে দাও।


হে আল্লাহ! আপনার ঘর থেকে আমাদের বিচ্ছিন্ন করবেন না: কাবার প্রধান ইমাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *