চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

সাবান দিয়ে হাত ধুয়ে মিরসরাই থানায় প্রবেশ করতে হবে

প্রকাশ: ২০২০-০৩-২১ ০০:৪৬:২৮ || আপডেট: ২০২০-০৩-২১ ০০:৪৬:৩৫

নিজস্ব প্রতিবেদক :

করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মিরসরাই থানার সামনে সেবাপ্রার্থীদের জন্য হাত পরিষ্কার করার ব্যবস্থা করেছে থানা কর্তৃপক্ষ। শুক্রবার (২০ মার্চ) সকালে থানা ভবনে প্রবেশ পথের পাশে দেখা যাচ্ছে হাত ধোয়ার একটি বেসিন। সুন্দর পরিবেশে থানায় প্রবেশে বেসিনে হাত ধুয়ে প্রবেশ করার জন্য ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।

মিরসরাই থানার আওতাধীন বিভিন্ন এলাকা হতে আগত সেবা প্রার্থীদের বেসিনে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে দেখা গেছে। এমন সুন্দর জনসচেতনতামুলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

এ ব্যাপারে মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ জানান, অফিসার ইনচার্জ জাহিদুল কবির স্যারের উদ্যোগে সচেতনতার জন্য এই বেসিন স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, সচেতনতা আমি, আপনি সবাইকে বাঁচাতে পারে, সাবান দিয়ে ভালভাবে হাত ধোয়ে থানার ভেতরে প্রবেশ করুন।

নোভেল করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার এবং পরিস্কার পরি”ছন্নতার কোন বিকল্প নেই। তাই থানায় আগত সকল সেবা প্রার্থীকে অনুরোধ করবো প্লিজ সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড হাত ধোয়ার পর ভেতরে প্রবেশ করুন।

থানার এমন উদ্যোগের প্রশংসা করেন অনেকে বলেন, শুধু থানা নয়, সকল প্রতিষ্ঠানে এমন ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *