ফারুক খান তুহিন
প্রকাশ: ২০২০-০৩-২২ ০০:১৮:০৮ || আপডেট: ২০২০-০৩-২২ ০০:২২:১৬
সংবাদ মাধ্যম বীর কন্ঠ ডটকমের বার্তা সম্পাদক নীরব জসীম ও তার সহোদর মাওলানা তাওরাত হোসেন বেলাল আজ (২১ মার্চ ) শনিবার এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।
উদ্যম সংবাদকর্মী ও আইটি বিশেষজ্ঞ নীরব জসীম নীজগুণে সকলের প্রিয় পাত্র ছিলেন। তিনি সৎ-নিষ্ঠাবান তরুণ ব্যক্তিত্ব ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি দীর্ঘকাল ধরে সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। তার স্নেহের ছোট ভাই মাওলানা তাওরাত হোসেন বেলাল পড়ালেখার পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষক ছিলেন। লোহাগাড়া ডাক বিভাগের আওতাধীন আইটি প্রশিক্ষক ছিলেন তিনি। উভয়ে লোহাগাড়ার প্রখ্যাত সাংবাদিক কাইছার হামিদের স্নেহের ছোট ভাই।
এই দুই উদীয়মান তারকার প্রয়াণে বীর কন্ঠ পরিবার গভীর শোকাহত। মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা। মহান আল্লাহ তাদেরকে কবুল করে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন।