চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

মিজবাউল হক চকরিয়া অফিস

মগনামা বিট অফিসের বাউন্ডারী গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

প্রকাশ: ২০২০-০৩-২৩ ২২:১৩:০৮ || আপডেট: ২০২০-০৩-২৩ ২২:১৪:০৯

স্টাফ রিপোর্টার, চকরিয়া : উপকূলীয় বনবিভাগের মগনামা বিট অফিসের বাউন্ডারী গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। ওইসময় বাউন্ডারি কাজে ব্যবহৃত গাছ, ঘেরা ও বাটাম গুলো লুট করে নিয়ে যায়। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে মগনামা ইউপি চেয়ারম্যানের নির্দেশে পরিষদের ৩-৪ জন চৌকিদার ও লাঠিয়াল লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন উপকূলীয় বনবিভাগের ছনুয়া রেঞ্জ কর্মকর্তা জুয়েল চৌধুরী। মগনামা উপকূলী বিট কর্মকর্তা মো.হোসনি মোবারক জানান, চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের বাঁশখালী ছনুয়া রেঞ্জ এর অধীনে মগনামা বিটের মগনামা এলাকায় প্রায় ১ একর জমি রয়েছে। ওই জমিতে মগনামা বিট অফিসের কার্যক্রম চলে আসছিল। সম্প্রতি বিট অফিসের চারপাশে গাছ ও বাটাম দিয়ে বাউন্ডারী দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, মগনামা ইউপি চেয়ারম্যানের নির্দেশে বিট অফিসের উঠোনে যাত্রীবাহী বাস ও বিভিন্ন গাড়ি পার্কি করেছে। এতে অফিসের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনকী অরক্ষিত করে ফেলেছেনবাস ও গাড়ি না রাখার জন্য চালকদের অনুরোধ করার পরও তারা মানছে না। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে ইউপি চেয়ারম্যানের নির্দেশে পরিষদের ৩-৪জন চৌকিদার ও লাঠিয়াল পাঠিয়ে অফিসের বাউন্ডারী গুড়িয়ে দিয়ে লুট করেছেন। এতে অফিসের প্রায় ২০ হাজার টাকার গাছ, বাটাম ও ঘেরাবেড়া লুট করে নিয়ে যায়। এদিকে রবিবার বিকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম মগনামা বিট কর্মকর্তাকে গালি গালাজ করছেন। বনবিটের উঠানেই যাত্রীবাহী বাস পার্কিং করা হবে বলেও হুমকি ধমকি দিচ্ছেন ইউপি চেয়ারম্যান। উপকূলীয় বনবিভাগের ছনুয়া রেঞ্জ কর্মকর্তা জুয়েল চৌধুরী বলেন, মগনামা ইউনিয়নে উপকুলীয় বনবিভাগের বিট অফিস রয়েছে। সেখানে দৈনন্দিন অফিসের কার্যক্রম পরিচালনা করা হয়। সম্প্রতি ইউপি চেয়ারম্যানের নির্দেশে অফিসের সামনে যাত্রীবাহী বাস গাড়ি পার্কিং করছেন। বাধা দিলেও তারা মানছে না। মুলত বনবিভাগের জায়গাটি দখল করার জন্য নানা ভাবে পায়তারা চালাচ্ছেন। বিষয়টি উর্ধ্বতন মহলের কাছে জানানো হয়েছে। নির্দেশ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমের মোবাইল ফোনে বারবার কল দেওয়ার পরও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *