চট্টগ্রাম, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

করোনা সচেতনতা : চন্দনাইশ থানার মূল ফটকের সামনে বেসিন-হ্যান্ডওয়াস

প্রকাশ: ২০২০-০৩-২৩ ২১:৪১:৫৩ || আপডেট: ২০২০-০৩-২৩ ২১:৪১:৫৭

মো. নুরুল আলম, নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ: মরণব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধ করতে চট্টগ্রামে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্ত্তী অনন্য উদ্যোগ নিয়েছেন। থানার গেটের সামনে স্থাপন করেছেন বেসিন। বেসিনের পাশেই রাখা হয়েছে স্যাভলোন সাবান। রয়েছে একটি বিলবোর্ডও। সেখানে লেখা রয়েছে “অনুগ্রহ পূর্বক বেসিনে ভালভাবে সাবান দিয়ে হাত ধুয়ে নিন, নিজে সুরক্ষিত থাকুন এবং অন্যকে সুরক্ষিত রাখুন”। আর এই কার্যক্রমটি তদারকির জন্য সেখানে দায়িত্বে রয়েছেন পুলিশের একজন কনস্টেবল। তিনি থানায় আসা ব্যক্তিদের হাত ধোয়ার পর ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন। গতকাল সোমবার বিকেলে (২৩ মার্চ) থানায় গিয়ে এমন দৃশ্য দেখা যায়। এসময় কথা হয় থানায় আসা উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া গ্রাম থেকে আলহাজ্ব অধ্যাপক মো. তৈয়বুর রহমানের সঙ্গে। তিনি বলেন, তিনি বিশেষ কাজে থানা এসেছেন। তিনি বেসিনে সাবান দিয়ে হাত ধুয়ে ভেতরে যাওয়ার অনুমতি পান। করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে পুলিশের এমন উদ্যোগ অনেককেই উৎসাহিত করবে। হাত ধোয়ার সময় উপজেলার সর্বল কাজী পাড়া গ্রামের কাজী মো. হোসাইন বলেন, তিনি ব্যক্তিগত কাজে থানায় এসেছেন। থানা-পুলিশের এমন উদ্যোগ আগতদের এই ভাইরাস নিয়ে আরও সচেতন করে তুলবে। চন্দনাইশ থানায় ডিউটি অফিসার এস আই খাজু মিয়া বলেন, থানায় পুলিশের কাছে সেবা নিতে আসা সবাইকে হাত ধুয়ে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এতে পুলিশসহ আগতরাও অনেকটা নিরাপদ থাকবেন। সকাল থেকে বিকেল পর্যন্ত অন্তত দুই শ নারী-পুরুষ হাত ধুয়ে থানায় ঢুকেছেন। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবত্তী বলেন, প্রতিদিনই পুলিশের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে স্থানীয় ব্যক্তিরা থানায় আসেন। করোনা ভাইরাস প্রতিরোধ করতে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের মানুষের আগমন ঘটে থানায় । নিজেদের সুরক্ষা এবং সকলকে সচেতন করতেই আমার এই উদ্যোগ। থানায় প্রবেশের পূর্বেই যেন সবাই স্যাভলোন সাবান দিয়ে ভাল ভাবে হাত, মুখ ধুয়ে থানায় প্রবেশ করতে পারে তার জন্য স্থাপন করা হয়েছে বেসিন। আমরা চাই সকল মানুষ নিজ নিজ জায়গা থেকে সচেতন হোক। তারপরও হোমকোয়ারান্টাইনে থাকা সকল বিদেশ ফেরৎ ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সার্বিক খোঁজ খবর এবং পরামর্শ প্রদান করা হচ্ছে। এই কর্মকান্ড অব্যাহত থাকবে। ছবির ক্যাপশনঃ চন্দনাইশ থানায় যাঁরা পুলিশের কাছে সেবা নিতে আসছেন, তাঁদের সাবান দিয়ে হাত ধোয়ার পর ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *