চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে নদীর বালু উত্তোলনের গর্তে পড়ে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: ২০২০-০৩-২৬ ১৭:০১:১৭ || আপডেট: ২০২০-০৩-২৬ ১৭:০১:২২

রফিকুল আলম, ফটিকছড়ি, বীর কন্ঠ: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ধুরং নদী হতে বালি উত্তোলনের স্থানের গর্তে পড়ে আয়শা (৫) ও মায়া (৫) নামের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চননগর বাজারের দক্ষিনে ব্রীজের পশ্চিম পাশে বেড়াজালী চর পাড়ার জনৈক পাখি মেম্বারের পানির পাম্প সংলগ্ন স্থানে নদীর চড়ে খেলতে যায়, উক্ত স্থানের জনৈক মোঃ সরোয়ারের শিশু কন্যা মায়া ও জনৈক এখলাছুর রহমানের শিশু কন্যা আয়শা খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে প্রায় পানি শূন্য নদীর একটি গর্তে পরে যায়। তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে থাকে। সেখান হতে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আর এম ও অতনু চৌধুরী তাদের মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, জনৈক লোকমান নামের এক ব্যক্তি ধুরুং নদী হতে মেশিন দিয়ে বালু উত্তোলন করার ফলে নদীর কিছু অংশ নিচের দিকে গর্ত হয়ে যায়, উক্ত গর্তে পরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বর্তমানে মেশিন দিয়ে বালু উত্তোলনের বিশাল স্তুপ রয়েছে। জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন বৃহস্পতিবার বিকালে বলেন, ঘটনা স্থলে গিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *