চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ফারুক খান তুহিন

যানবাহনে জীবানুনাশক ছিটালেন রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক

প্রকাশ: ২০২০-০৩-২৬ ১০:০৬:০৬ || আপডেট: ২০২০-০৩-২৬ ১০:০৬:১১

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় সড়কে চলাচলরত গাড়িতে জীবানুনাশক পানি ছিটিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক ”নামে একটি সংগঠনের ২০ জন সদস্য। আজ বুধবার (২৫ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালী ও মরিয়মনগর চৌমুহনী এলাকায় দাঁিড়য়ে সড়কে চলাচল করা সব গাড়িতে দুটি দলে ভাগ হয়ে ব্লিচিং পাউডারযুক্ত পানি ছিটান। এছাড়া মরিয়মনগর চৌমুহনী-রানীর হাট সড়কের শান্তি নিকেতন, মোগলের হাট এলাকায় আরো ৩ টি দলে ভাগ হয়ে গাড়িতে পানি ছিটান বলে জানান, ব্লাড ব্যাংকের এডমিন (প্রশাসক) হাবীবুর রহমান। আজ বুধবার(২৫ মার্চ) উপজেলার সদরের ইছাখালী এলাকায় গিয়ে দেখা যায়, চট্টগ্রাম- কাপ্তাই সড়কে চলাচল করা গাড়িতে ব্লিচিং পাউডারযুক্ত পানি ছিটাচ্ছে কয়েকজন তরুন। এসময় জানতে চাইলে ব্লাড ব্যাংকের এডমিন হাবীবুর রহমান ও শহীদুল ইসলাম বলেন, “ করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি এড়াতে সড়কে চলাচল করা সব গাড়িতে ব্লিচিং পাউডারযুক্ত পানি ছিটানো হচ্ছে। আজ বুধবার ৫ টি দলে ভাগ হয়ে পানি ছিটানো হয়। প্রতিদিন রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের ৮০ জন এডমিন ও সদস্য উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভাগ হয়ে সড়কে ও চলাচল করা গাড়িতে জীবানুনাশক পানি ছিটাবেন। করোনা ভাইরাস প্রতিরোধে এলাকার বিত্তবানরা বিভিন্ন কার্যক্রমে এগিয়ে আসতে পারেন।” জানতে চাইলে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, “ করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকি কমাতে তরুনদের ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসনীয়। এই রকম কার্যক্রমে তাঁদের দেখাদেখিতে অন্য স্বেচ্ছাসেবীরা এগিয়ে আসতে পারেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *