চট্টগ্রাম, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে মাঠে ময়দানে সেনাবাহিনী

প্রকাশ: ২০২০-০৩-২৬ ১০:২৬:১৫ || আপডেট: ২০২০-০৩-২৬ ১০:২৬:১৯

প্রদীপ শীল, রাউজানঃ করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেশের লোকজনকে গণসচেতন ও সরকারের ঘোষিত নিয়মাবলী শতভাগ কার্যকর করতে রাউজানে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২৫ মার্চ বুধবার সকাল থেকে সেনাবাহিনীর এক প্লাটুন সদস্য মাঠে কাজ করছে। জানা যায়, সেনাবাহিনীর চারটি গাড়ি বহর নিয়ে উপজেলার বিভিন্ন প্রান্তে হ্যান্ড মাইক দিয়ে বাড়ির বাহির না হওয়ার আহবান জানান। তারা করোনাভাইরাস থেকে সকল মানুষকে রক্ষায় সরকার ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলার তাগিদ দেন। সরকারের জারীকৃত আদেশ অমান্যকারীকে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়। সেনাবাহিনীর সদস্যরা করোনাভাইরাস সংক্রামন মাক্স ব্যবহার না করে রাস্তায় আসা লোকজনকে প্রাথমিক শাস্তি প্রদান করেন। করোনাভাইরাস সংক্রান্ত যেকোন সমস্যায় জনগনের পাশে থাকার ঘোষনা দেন। উল্লেখ যে, আগামী ৪ এপ্রিল সরকার সকল সরকারী বেসকারী ছুটি ঘোষনা করেছে। এছাড়া গন পরিবহন বন্ধ ঘোষনা করেছেন। এসময় জরুরী প্রয়োজন না হলে বাসায় বাহির না হয়ে ঘরের ভিতর থাকার পরার্মশ দেয়া হয়। সরকারী এই অর্পিতা নিয়মাদি মেনে চলার জন্য সেনাবাহীনিকে মাঠে নামিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *