চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাই প্রশাসনকে নাহার গ্রুপের পিপিই, নগদ অর্থ, স্যানিটাইজার ও মাস্ক প্রদান

প্রকাশ: ২০২০-০৩-২৮ ১৯:৩৯:১৩ || আপডেট: ২০২০-০৩-২৮ ১৯:৩৯:১৭

নিজস্ব প্রতিনিধি, বীর কন্ঠ : মাহামারি করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে এসেছেন নাহার এগ্রো গ্রুপ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের কাছে বিভিন্ন সরঞ্জাম ও নগদ অর্থ হস্তান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নাহার এগ্রো গ্রুপের ম্যানেজার (প্রশাসন) ফাইম উদ্দিন ভূঁইয়া, এজিএম (উন্নয়ন) মোঃ আলা উদ্দিন চৌধুরী। আলা উদ্দিন চৌধুরী বলেন, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে আমাদের কোম্পানীর এমডি রাকিবুর রহমান টুটুল স্যারের পক্ষ থেকে মিরসরাই উপজেলা প্রশাসনকে উন্নতমানের ৪০টি পিপিই (পারসোনাল প্রটেকশন ইউনিট), ২৮০টি হ্যান্ড স্যানিটাইজার, ৮০০ মাস্ক ও নগদ এক লাখ টাকা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন এই দুর্যোগ মুহর্তে এগিয়ে আসার জন্য নাহার গ্রুপকে ধন্যবাদ জানান। তিনি বলেন, করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য পিপিই খুবই গুরুত্বপূর্ণ। ৪০টি পিপিই পাওয়ায় চিকিৎসকদের জন্য চিকিৎসাসেবা প্রদানে সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *