চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশে জীবন্ত কৈ মাছ গলায় আটকে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশ: ২০২০-০৩-৩০ ২১:৩৬:৪৬ || আপডেট: ২০২০-০৩-৩০ ২১:৩৬:৫২

মো. নুরুল আলম, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বরমা ইউনিয়নে পশ্চিম বাইনজুরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত কৈ মাছ গলায় আটকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৩০ মার্চ (সোমবার) সকাল সাড়ে ১০টার দিকে পুকুরে মাছ ধরার সময় উপজেলায় বরমা ইউনিয়নে পশ্চিম বাইনজুরী মরহুম গাউস মোহাম্মদ বাড়ির মৃত ওসমান গনির ১ম ছেলে তৌফিক মোহাম্মদ ওসমানী (টিপু) (৪৫) নামে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর মামা স্থানীয় বরকল উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহাদাৎ হোসেন জসিম। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে প্রতিবেশীর পুকুরে মাছ ধরতে যান তৌফিক মোহাম্মদ ওসমানী (টিপু)। এ সময় একটা কৈ মাছ মুখে নিযে় আর একটা মাছ ধরার জন্য ডুব দিলে মুখের মাছটি অসাবধানতাবশত তাঁর গলায় আটকে যায়। পরবর্তীতে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় আমরা হাসপাতালে নিয়ে গিলে ডাক্তারা ওসমানী (টিপু) আংশকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথের মধ্যে মৃত্যু হয় বলে জানান তাঁর মামা।পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান। আজ আছরের নামাজের পর বরকল উচ্চ বিদ্যালয়ে জানাযার নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান তিনি। ছবির ক্যাপশনঃ চন্দনাইশে জীবন্ত মাছ গলায় আটকে মৃত্যু হয় তৌফিক মোহাম্মদ ওসমানী (টিপু)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *