চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে দরিদ্র মানুষের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ

প্রকাশ: ২০২০-০৩-৩০ ২২:১৫:৩২ || আপডেট: ২০২০-০৩-৩০ ২২:১৫:৩৬

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাইয়ে সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষদের সহায্যের হাত বাড়ালো চট্টগ্রাম জেলা পুলিশ। সোমবার (৩০ মার্চ) বেলা ১২ থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজার এলাকায় রিকশা চালক, দিনমজুর বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চাল-ডাল, আটা-লবনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সমগ্রি বিতরণ করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মহিউদ্দিন সোহেল। ওইদিন শুরুতেই মিরসরাই সদর এলাকায় বেশ কজন রিকশাচালক, দিনমজুর ও বিক্ষুকদের মাঝে জেলা পুলিশের তরফ থেকে দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে উপজেলার মিঠাছরা বাজারসহ বেশকিছু হাট বাজার এলাকায় জেলা পুলিশের এ উর্ধ্বতন কর্মকর্তা মিরসরাই থানা পুলিশকে সঙ্গে নিয়ে এ কার্যক্রম চালিয়ে যান। এসময় তাঁর সঙ্গে ছিলেন মিরসরাই থানার ওসি মজিবুর রহমান, ওসি (তদন্ত) বিপুল দেবনাথ, ওসি (অপারেশন) দীনেশ দাশ গুপ্ত, উপ-পরিদর্শক আমিরুল মুজাহিদ, ইমরান পাটোয়ারি প্রমুখ। মিরসরাই থানার ওসি মজিবুর রহমান জানান, সোমবার অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় কোনরকম আনুষ্ঠানিকতা ছাড়াই মিরসরাই সদর থেকে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেন। জেলা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে। করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য আমাদের এ কার্যক্রম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *