চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদিতে করোনা ভাইরাসে একদিনে ৪ জনের মৃত্যু ও এক সপ্তাহে আক্রান্ত ১২৯৯

প্রকাশ: ২০২০-০৩-৩০ ২২:২৪:২৬ || আপডেট: ২০২০-০৩-৩০ ২২:২৪:৩০

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে করোনা ভাইরাসে একদিনে ৪-জন-সহ মোট ৮-জনের মৃত্যু। আক্রান্ত ১২৯৯-জন। কোয়ারেন্টাইনে প্রায় ১৫-হাজার### বিশ্ব কাঁপানো করোনা। এ করোনাভাইরাস রোগের আতংকে দিনযাপন করছেন পৃথিবীর প্রতিটি ভূখণ্ডের মানুষ। এ রোগে আক্রান্ত বিশ্বের ১৬৮-টি দেশের মানুষ।অন্যন্য দেশের মত এ করোনা হুহু করে বেড়ে চলছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। গতকাল ২৯-মার্চ রবিবার করোনা ভাইরাস আক্রান্ত হয়ে একদিনে ৪-জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরো ৯৬-জন শনাক্ত করে। এক সপ্তাহে ১-ম দিনে ২০৫ জন, ২-য় দিনে ১৩৩ জন, ৩-য় দিনে ১১২ জন, ৪-র্থ দিনে ১১৯ জন, ৫-ম দিনে ৯২ জন, ৬-ষ্ঠ দিনে ৯৯ জন, ৭-ম দিনে ৯৬ জন-সহ গত ২-মার্চ থেকে ২৯-মার্চ পর্যন্ত সর্বমোট করোনাভাইরাস রোগে আক্রান্ত সংখ্যা-১২৯৯-জন। আক্রান্ত হয়ে একদিন ৪-জন-সহ মৃত্যু সংখ্যা-৮ জন। সুস্থত হয়ে বাড়িতে ফিরছেন ৬৬ জন। কোয়ারেন্টাইনে প্রায় ১৫-হাজারের চেয়ে বেশি। এদিকে, করোনাভাইরাস বিস্তার ঠেকাতে গত ২১-মাচ সমাগ্র সৌদি আরব জুড়ে রাত ৭-টা থেকে সকাল ৬-টা পর্যন্ত বিশেষ সন্ধা কালীন কারফিউ জারি করে সৌদি সরকার। করোনাভাইরাস আক্রান্ত সংখ্যা অপরিবর্তী থাকলে সৌদির তিনটি বড় সিটি শহর রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা ও মদিনা কারফিউ পরিবর্তন করে বিকাল ৩-টা থেকে সকাল ৬টা পর্যন্ত করে বাকী আগের টাইমে বহাল রাখেন। পরে গত ২৮-মার্চ পবিত্র নগর মদিনার অধিকাংশ এলাকা অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষনা করে। সর্বশেষ, সৌদির বাণিজ্যিক রাজধানী হিসাবে পরিচিত জেদ্দা গত ২৯-মার্চ বিকাল ৩-টা থেকে সকাল ৬-টা পর্যন্ত লক ডাউন করে কিছু এলাকা অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষনা করেন উল্লেখ্য ইতোপূর্বে গত ১৬ই মার্চ থেকে সরকারী অফিস আদালত পরবর্তী ১৬ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। এবং ২১ মার্চ হতে সৌদি আরবে সকল প্রকার অভ্যন্তরীণ ফ্লাইট, বাস-ট্রেন এবং ভাড়ায় চালিত ট্যাক্সি পরবর্তী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। যা এখন বাড়িয়ে অনির্দিষ্টকালের জন্য করা হয়েছে যা পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কার্যকর থাববে বলে জানিয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয়। তবে, একজন বাংলাদেশি মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানা গেলেও নতুন কোন বাংলাদেশীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *