চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশ পৌর-ছাত্রলীগ নেতার উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশ: ২০২০-০৩-৩০ ২২:০২:১২ || আপডেট: ২০২০-০৩-৩০ ২২:০২:১৬

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ : করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের নির্দেশে জরুরী প্রয়োজন ছাড়া জনসাধারণকে বাইরে ঘোরাফেরা না করতে অনুরোধ জানানো হয়েছে। এর প্রেক্ষিতে দরিদ্র মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগ নেতা কাজী নাজমুল ইসলাম রুমি উদ্যোগে করোনা পরিস্থিতিতে ঘরে থাকা দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় অসহায় ও দুঃস্থ অর্ধ-শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, আলু, সাবান, মাস্কসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিজ অর্থায়নে বিতরণ করা হয়। এসময় পৌরসভা ছাত্রলীগ নেতা কাজেম রেজা তামিম, নুর হোসেন, কাজী মোশারফ হোসেন মিশু, কাজী সানাউল্লাহ আলভী,শাহাদাত হোসেন তাহসিন, আরমান, গফুর, ইমন, নয়নসহ পৌরসভা ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগ নেতা কাজী নাজমুল ইসলাম রুমি জানান, দেশে এই ক্লান্তি লগ্নে আমি আমার এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আমার পক্ষ থেকে যতটুকু পারছি সহযোগিতা করছি। অসহায়দের সহায়তা করতে সরকারের পাশাপাশি বিত্তবানদের উদারমনে এগিয়ে আসারও আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *