চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

Faruque Khan Executive Editor

দূর্গম পাহাড়ে কর্মহীন ৫০ পরিবারের জন্য চাল-ডাল নিয়ে গেলেন ইউএনও

প্রকাশ: ২০২০-০৩-৩০ ২২:২১:২৫ || আপডেট: ২০২০-০৩-৩০ ২২:২১:২৯

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া ঃ আয়েশা বেগম (৫০) দূর্গম পাহাড়ী এলাকায় গুচ্ছগ্রামে থাকেন। কয়েকদিন ধরে তাঁর স্বামীর কাজ নেই। ৪ সদস্যের পরিবার নিয়ে কষ্টে আছেন তিনি। আয়েশার মতো এই গ্রামের ৫০ পরিবারের চিত্র একই। রোববার (২৯ মার্চ) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গুচ্ছগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান নিজের গাড়িতে করে চাল-ডাল নিয়ে যান। তিনি হেঁটে গিয়ে সাামাজিক দুরত্ব বজায় রেখে ৫০ পরিবারের প্রত্যেক পরিবারকে ৫ কেজি করে চাল ও আধা কেজি ডাল দেন। জানতে চাইলে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভায় জমায়েত না করে স্বেছাসেবকদের মাধ্যমে ইউপি চেয়ারম্যান ও সদস্যরা চাল-ডাল দিচ্ছেন। করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন দুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ দেয়া হচ্ছে। এই সময় দুস্থদের পাশে দাঁড়ানো সবার উচিত। ” জানতে চাইলে, ইসলামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, ইউএনও মহোদয় নিজে দূর্গম এলাকায় এসে ৫০ পরিবারকে ত্রাণ দিয়েছেন। এতে এলাকার মানুষ খুশি হয়েছেন। সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করলে করোনাভাইরাসের ঝুঁকি এড়ানো যাবে। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *