চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশ-সাতকানিয়া আসনের এমপি নজরুলের করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ

প্রকাশ: ২০২০-০৩-৩১ ২০:০৪:২০ || আপডেট: ২০২০-০৩-৩১ ২০:০৪:২৪

মো. নুরুল আলম, চন্দনাইশ (চট্টগ্রাম) :: নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সরকারের পক্ষ থেকে খুব প্রয়োজন ছাড়া ঘরে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর ও হতদরিদ্ররা। এসব দিনমজুর ও হতদরিদ্রদের জন্য চট্টগ্রাম- ১৪ (চন্দনাইশ -সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে ৮ হাজার কেজি চাল, ৩ হাজার ২শত করোনা ভাইরাস প্রতিরোধে শাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টা থেকে চন্দনাইশ -সাতকানিয়া আংশিকসহ প্রত্যন্ত অঞ্চলে এলাকায় এমপি নজরুল ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিতরণের পর এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন চট্টগ্রাম- ১৪ (চন্দনাইশ -সাতকানিয়া আংশিক) সংসদীয় এলাকার ২টি পৌরসভা ও ১৪ ইউনিয়নের প্রত্যেকটির পৌরসভা/ ইউনিয়ন গরীব ও অসহায়দের জন্য ৫ শত কেজি, ২শত করে করোনা ভাইরাস প্রতিরোধে শাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন। খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান চেয়ারম্যান, চন্দনাইশ পৌরসভার মেয়র মুঃ মাহাবুবুল আলম খোকা, চন্দনাইশ পৌর আ’লীগের আহবায়ক কায়ছার উদ্দিন চৌধুরী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ, উপজেলা, পৌরসভা, ইউনিয়নের আ’লীগ, যুবলীগ, মহিলা আ’লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। ছবির ক্যাপশনঃ চট্টগ্রাম- ১৪ (চন্দনাইশ -সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে ২টি পৌরসভা ও ১৪ ইউনিয়নের প্রত্যেকটির পৌরসভা/ ইউনিয়ন গরীব ও অসহায়দের চাল, করোনা ভাইরাস প্রতিরোধে শাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার জন্য তুলে দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীর হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *