চট্টগ্রাম, , রোববার, ১৪ এপ্রিল ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধা পরিবারে হামলায় ৩ জন আহত

প্রকাশ: ২০২০-০৩-৩১ ২১:৩৬:১৯ || আপডেট: ২০২০-০৩-৩১ ২১:৩৬:২৪

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাই উপজেলায় এক মুক্তিযোদ্ধা কমান্ডারের ঘরে দিনদুপুরে সন্ত্রাসীদের অর্তকিত হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের চুনিমিজির টেক (টেকেরহাট) এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় মুক্তিযোদ্ধা এ এইচ এম আব্দুল্লাহ সওদাগরের তিন ছেলে গুরুত্বর আহত হয়েছে। আহতদের উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, ইছাখালী ইউনিয়নের চুনি মিজির টেক এলাকায় জমিজমা সংক্রান্ত সীমানা বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম এ এইচ এম আব্দুল্লাহ সওদাগরের ঘরে ঢুকে অর্তকিত হামলা চালায় পাশের বাড়ির হারুন সওদাগর, নাহিদ বাপ্পু সহ এলাকার স্থানীয় ২০-২৫ জন সন্ত্রাসী। তারা রাম দা,চুরি লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিত হামলায় অংশ নেয়। এতে মুক্তিযোদ্ধা এ এইচ এম আব্দুল্লাহ সওদাগরের তিন ছেলে সাখাওয়াত উল্ল্যাহ (৩৪) এরফান উল্ল্যাহ (২৪) ফখরুল উল্ল্যাহ (২৬) ও এলাকার এক স্কুল শিক্ষক গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এঘটনা শুনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান মিরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দীন। চুনি মিজির টেক ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন জানান, আহতদের অবস্থা গুরতর। জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে আগেই সামাজিকভাবে মিমাংসিত একটি ইস্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষ এলাকার কিছু উচ্ছৃংখল যুবকদের নিয়ে মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের উপর অন্যায়ভাবে হামলা করেছে। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, এই ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *